Thursday, September 18, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollআজ লক্ষ্মীবারে কোন কোন রাশির ভাগ্যে লক্ষ্মীলাভের যোগ? দেখে নিন
Rashifal

আজ লক্ষ্মীবারে কোন কোন রাশির ভাগ্যে লক্ষ্মীলাভের যোগ? দেখে নিন

মা লক্ষ্মী সহায় হবেন এই রাশির জাতক-জাতিকার

ওয়েব ডেস্ক: আজ ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজ লক্ষ্মীবারে গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি বিশেষ আশীর্বাদময় হতে চলেছে। কেউ পাবেন সৌভাগ্য ও সাফল্যের ছোঁয়া, আবার কারও জন্য দিনটি আনবে স্বাভাবিক ফলাফল। দেখে নিন আজ কোন রাশির জাতকরা উন্নতির পথে এগোবেন আর কারা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।

মেষ: প্রথমেই জেনে নেওয়া যাক বৃহষ্পতিবার মেষ রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে। আজ দিনটি ভাল-মন্দ মিলিয়ে মিশিয়ে কাটবে। স্বাস্থ্যের প্রতি নজর নেওয়া জরুরি। স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করবেন না। আজ বিরাট খরচের ধাক্কা নেই। তাই ব্যয় তেমন হবে না। পরিবারের গুরুজনেরা অর্থ প্রদান করতে পারেন। পরিবারের সদস্য বিশেষ করে নিজের সঙ্গীর যত্ন নিন। আজ কাছের মানুষের দেওয়া উপহার বাড়তি খুশি বয়ে আনতে পারে। পরিবারের সঙ্গে আজ ভাল সময়ে কাটবে।

বৃষ: আজ বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি সবদিকে থেকে শুভ হতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় চলতে থাকা মানসিক অস্থিরতা কাটবে। শান্তি ফিরবে। কোনও ভাল কাজে হাত দিলে তাতে সাফল্য আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আজ আপনার মনে শান্তি আর শক্তি দুইই থাকবে। মনবল বাড়বে। তাই কাজ দ্রুত সম্পন্ন হবে। সন্ধ্যের পর অজানা কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। তবে আয়ের থেকে ব্যয় আজ বাড়বে। জলের মতো টাকা খরচ হতে পারে।

মিথুন: আজ মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যেও ভাল কিছু অপেক্ষা করছে। এই রাশির জাতক জাতিকাদেরও আজ আপনার মনে শান্তি আর শক্তি থাকবে। তাই যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা সাফল্যের মুখ দেখবেন। অর্থ আসবে ঘরে। আজ কাছের মানুষের দেওয়া উপহার বাড়তি খুশি বয়ে আনতে পারে। সামনেই পুজো। তাই ছোটখাটো কোনও ট্রিপ এর প্ল্যান হতে পারে সন্ধ্যায়।

কর্কট: আজ মা লক্ষ্মী আপনাকে নিরাশ করবেন না। কারণ কর্মক্ষেত্রে আপনার জন্য নতুন সুযোগ অপেক্ষা করছে। আর্থিক সচ্ছলতা বাড়বে। যারা বিনিয়োগ করেন তারা আজ বিনিয়োগ করতে পারেন। কারণ তাতে কোনও ক্ষতি হবে না। তবে পরিবারের কারোর আচরণ আপনাকে বিচলিত করতে পারে। প্রেমের জন্য এটি একটি ভাল দিন।

আরও পড়ুন: আজ কোন রাশির ভাগ্যে সুখবর, কার জীবনে চ্যালেঞ্জ?

সিংহ: শরীর সুস্থ রাখতে প্রয়োজন নিয়মিত শরীর চর্চা। আজ দিনটা বরং ব্যায়াম দিয়ে শুরু করুন। বিবাহিতের জীবনে খুশি আসবে। আজ মা লক্ষ্মীর কৃপায় অপ্রত্যাশিত লাভ পাবেন। আজ গুরুত্বপূর্ণ কোনও কাজে হাত দিলে সাফল্য ধরা দেবে । পরিবারের সমর্থন পাবেন।

কন্যা: আজ এই রাশির জাতক জাতিকাদের কোনও ব্যবসা শুরু করতে চাইলে মা লক্ষ্মী তাঁদের সহায় হবেন। আর্থিক উন্নতি হবে। পরিবারের কেউ অসুস্থ থাকলে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। কর্মক্ষেত্রে আপনি উর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন। পরিবারের মধ্যে শান্তি ও সুখ থাকবে। কাছের বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

তুলা: নিজের শরীর সম্পর্কে সচেতন হোন। শরীরের কোনও ছোটখাটো বিষয়ও অগ্রাহ্য করবেন না। প্রেমের সম্পর্কে নতুন কিছু আসবে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে কারণ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময়ে কাটবে। বৈবাহিক জীবনে আনন্দ আসবে।

বৃশ্চিক: এই রাশির জাতক জাতিকাদের আজ সবদিক থেকে দিন টা আনন্দের হতে চলেছে। দিনের শুরুতে মুডের বদল হলেও তা খারাপ নয়। বরং নিজের উপর বিশ্বাস আরও কয়েকগুণ বাড়বে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের জন্য দিনটা ব্যস্ততায় কাটবে। মা লক্ষ্মী ঘরে আসবে। অর্থাৎ আর্থিক লাভের সুযোগ থাকবে। ছেলে মেয়ের সাফল্যে মুখে হাসি ফুটতে পারে। যারা চাকরি করেন তাঁদের পদোন্নতি হবে।

ধনু: আজ দেবগুরু বৃহস্পতি এই রাশির জাতক জাতিকাদের সহায় হবেন। কারণ এদের নিজেদের উপর বিশ্বাস ও আস্থা আরও কয়েকগুণ বাড়বে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা ব্যবসায়িক কাজে দূরে কোথাও যেতে পারেন। যা আখেরে সাফল্যের হবে। তবে ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আবার কোনও কাজ দ্রুত করতে গিয়ে তাড়াহুড়ো করতে হবে। তাই ঠান্ডা মাথায় কাজে মন ও মগজ নিবেশ করুন।

মকর রাশি: আজ মেজাজ থাকবে ফুরফুরে। মা লক্ষ্মীর আশীর্বাদে নিজের উপর বিশ্বাস দ্বিগুণ হবে। লেখালেখিতে মন বসবে। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন। আপনি উন্নতির সুযোগ পেতে পারেন। আর্থিক সচ্ছলতা বাড়বে।

কুম্ভ রাশি: বৃহস্পতি এই রাশির জাতক জাতিকাদের উপরেও সহায় হবেন। আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমনই পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। পরিবারে ধর্মীয় কার্যকলাপ হতে পারে। তবে বুঝে শুনে মন্তব্য করুন। আজ খারাপ কিছু ভাবনা মনে আনবেন না।

মীন: মনের মানুষের যত্ন নিন। কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি বিশেষ হতে চলেছে। নতুন সুযোগের সন্ধান পেতে পারেন নতুন চ্যালেঞ্জ এলে সেটির মুখোমুখি হোন। কারণ এটি সাফল্যের দিকে পরিচালিত করবে।

দেখুন অন্য খবর

Read More

Latest News